কত যে ব্যথা ভুলালে জীবনে প্রিয়া |
আহত মম বুকের পরে কোমল কপোল রাখি
‘আমি আছি তব সাথে গো’ তুমি বলেছ আমারে ডাকি
যবে একা ছিনু এই ভুবনে প্রিয়া  ||


নিঠুর ধরণী বারে বারে দিয়েছে আঘাত মোরে,
কত না বরষা নীরবে মোর আঁখি হতে গেছে ঝরে
সেই অশ্রু মোছালে গোপনে প্রিয়া  ||


এ জীবন মোর ছিল মরুসম তুমি আনিলে বসন্ত,
বুঝিনু সহসা আমার ভুবনে আছে মাধুরী অনন্ত
যবে কাছে এলে মৃদু চরণে প্রিয়া  ||