বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে সুরে
মন বলে তুমি রয়েছ যে কাছে, আঁখি বলে কত দূরে!


তুমি আজ কত দূরে?
আঁখির আড়ালে চলে গেছ তবু
রয়েছ হৃদয় জুড়ে।


যাবার বেলায় হাত দুটি ধরে
বলেছিলে, চিঠি দিও
বলেছিলে তুমি চিঠি দিও মোরে
দূর থেকে তাই গানের লিপিকা লিখে যাই গো
লিখে যাই সুরে সুরে।
তুমি আজ কত দূরে?


মনে পড়ে কবে অলখে আসিয়া
সহসা মোর চোখে
রাখিয়া কোমল করপল্লব শুধালে
শুধালে বলোতো কে?


আমি কহিলাম আজও কি জাননা
তুমি যে আমার সকল সাধনা
শুধু অনুভবে হৃদয় চেনে গো হৃদয়ের বন্ধুরে।
তুমি আজ কত দূরে?


(২)


যত লিখে যাই তবু না ফুরায় চিঠিতো হয়না শেষ
স্মৃতির বীণায় আজও বাজে হায় প্রথম দিনের রেশ!


তুমি আজ কতদূরে?
যে মাধবী তলে দাঁড়ায়ে প্রথম বলেছিলে ভালবাসি।
আজো সে লতায় ফুল ফোটে হায় তেমনি বাজেগো বাঁশি।


আমার ভূবনে সকলি যে আছে
তুমি নাই শুধু তুমি নাই কাছে
মোর গান হারা স্মৃতির পাপিয়া একা একা মরে ছুঁড়ে।


সোনার মেয়েগো তুমিও কি আজ বসি বাতায়ন পাশে
প্রহর গণিছ ছল ছল চোখে আমারই চিঠির আশে।


প্রথম প্রেমের এই রীতি হায়
নিজে কাঁদে আর প্রিয়েরে কাঁদায়
দূরে যেতে তাই মন নাহি চায়গো, কাছে কাছে মরে ঘুরে।
তুমি আজ কতদূরে?