উড়ে যায় বক পঙ্খি রে আকাশের ভিতর
কেনে বা বান্দিয়া আছো খোঁপার টোপর।


সাঁঝ বেলায় চাঁন্দের বাতি নিভু নিভু জ্বলে
না আসিয়ে পরাণের বন্ধু বান্ধে কালো কেশে
দক্ষিণা বাতাসে উড়ে বন্ধুর শাড়ির পাড়।


শনিবারে না বাড়াও রে পাও দূরের ঘাটা
মঙ্গলবারে আসিলে বাড়ি অমঙ্গলে বাঁধা
বিপদ কালে দোহাই দিও রাজার ব্যাপার।


সাধের পিরিতি হলো মোর দড়ি ছেঁড়া ঘুড়ি
বনবাদাড়ে বেড়ায় ঘুরে না আসে তো ফিরি
একেলা কান্দে বিরহী না মানে বাঁধা বাবার।