ও মোর তোর্ষা তোর বাদে না বান্ধিম রে মন খোঁপা
কোন বা দোষে ভাসালু মোর বাপো - মাওয়ের ভিটা।


গোলা ভরা ধান আর আবাদ জমির ফসল
সেও কোনা গেল রে তোর পেটের ভিতর
এলা হ‌ইছোং মুই অভাগা কপাল পোড়া।


বাপ হারালুং মাও হারালুং ভাই হারালুং স্যাটে
কানা বগীর উড়াল দেখি মুইও পড়লুং ফাঁন্দে
সিতেনেতে  চায়া দেখোং যমে আসি খাড়া।


মন বান্ধিছোং তোর্ষা রে তোর বুকত সিতেন দিয়ে
অবেলাত ক্যান নাও ছাড়িস তু‌ই মোকে যাবু নিয়ে
কুরুয়া রে...তোর ছায়াতে রাখিস ঢাকি মায়া।