পদ্মবনে হংসী খেলে
নেচে নেচে বেড়ায় ঘুরে।
কি রূপ দেখে তাথৈ তাথৈ
ঐ অন্তরে জোয়ার আসে।।


দুইটা দ্বারী আছে সেথা
প্রাণ আসে যায় কার ভরসা।
ধরলে তারে বাদ-বিচারে
কথা কয় না উচ্চস্বরে।।


মন্দ নয় রে মন ভাবনা
ছন্দ জানে রসিক জনা।
অজপাতে হয় সাধনা
শাস্ত্রে কি তা মিথ্যা বলে।।


কার ঘরে কে বাসর করে
খুঁজে দেখ আপন ঘরে।
তিন গাঙেতে মর গে ডুবে
আসল তত্ত্ব পাবি খুঁজে।।


গুরু নয় রে অন্ধ কানা
সাধনাতে যাবে জানা।
অন্তর চন্দ্রে কি রূপ জানে?
হংসীসনে বেড়ায় মেতে।।