বিরহের চেয়ে বড় সুখ বলো কি?
পাথরের চোখে জল ঝরে যায়
দু’দিনের প্রেম কাহিনী চাহনি
পথে পথে ফিরে চোখ মেলে চায়।


প্রথম যেদিন বলেছিলে সরি (Sorry)
সেই থেকে আমি কেঁদে কেঁদে মরি
নূপুরের তাল  মরীচিকা হয়ে যদি ফিরে যায়।


তুমি ছিলে এতো কাছে দূরে কেন আজ চলে গেলে
মেঘের পোশাক খুলে চোখে চোখে কেন রটে গেলে
কি ছিল বিরহ বিলাপ অকালে হয়ে যাব ক্ষয়।