আমার আসা যাওয়ার পথে এক বাঘিনীর বাসা
হালুম হালুম ডাক পারে সে কয় না মুখে কথা।


এই বনে দশ দস্যি ছিল বেড়ায় ঘুরে ফিরে
কাল সাপে যার দংশন করে অসময়ে মরে।
হায়! নিরঞ্জন ডাক দে এবার পার হয়ে যায় বেলা।।


রাত হলে চাঁদ লুকায় বনে খুঁজে পাবি না রে
কোন বাঘিনী বেড়ায় ঘুরে দেখ তালাশ করে।
আত্মভোলা হয় যে জনে সব আছে তার জানা।।


গুরু হয় রে পাড় কাণ্ডারী জীবন নদীর মাঝি
খেয়া দেয় সে অকুল গাঙে জাগিয়ে দেয় শক্তি।
খুঁজে পাবি আপন ঘরে নিজেই নিজের দিশা।।