আমি মুলইবাজারি
আমার মনুর তীরে বাড়ি
শাহ মোস্তফার দোয়া নিয়ে শান্তিতে বাস করি।


সাহিত্য সংস্কৃতি আর দেশ প্রেমের জন্য
আমার জেলার কত সন্তান দেশ বরণ্য
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
এই জেলাতে তার কবরস্থান
বীরকে নিয়ে বাস করি।
আমি মুলইবাজারি।


পর্যটনের জন্য আছে আমার জেলার সুনাম
মাধবপুর লেইক, মাধবকুন্ড, আছে হামহাম
লাউয়াছড়া জাতীয় উদ্যান
সাথে আছে চায়ের বাগান
বধ্যভূমি তার ধারই।
আমি মুলইবাজারি।


পলাশ দেব নাথ গান লিখে যায় বসে মনুর পারে
সব কথা গেলো না বলা এক গানে এক বারে
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান
এই জেলায় করেন অধিষ্ঠান
মিলে মিশে বাস করি
আমি মুলইবাজারি।