নিয়ে অভিমান সরে গেছো
দল বাঁধা মেঘের মতো  জমাট
ভাবো নি একবারও কী করে
বিষাদে মন হয়েছে       ভরাট
বেঁচে থাকার মন্ত্র গেছি তো ভুলে


যাবে না ফেরানো কিছুতেই
তোমায় পুরোনো পথের   বাঁকে  
আবেগের রেশ গেছে  যে কেটে
এ ব্যথার কথা বলবো    কাকে
হাল ভাঙা তরী কি আর ফেরে কুলে


ডুবে পাথর শীতল অভিধায়
একদিকেই চেয়ে তুমি   থাকো
শূণ্য চোখেতে দেখি তোমার
স্বপ্ন আর খেলা করে    নাকো
জানি,
দাঁড়াবে না  আর স্মৃতির কপাট খুলে