এখানে অনেক সুখ ছিল, কান্নাও ছিল একদিন
এখানেই তোমাকে পাওয়া, হয়ে তোমার মাঝেই লীন
ভালবাসার রজনী ছিল তো রঙিন


তোমার হাতের ভেজা চুড়ি ছুঁয়েছিল আমার কপাল
চাঁদের আলোয় নীল রাত বুনেছিল স্বপনের জাল
তোমার কাঁকনেই জমেছে বহু ঋণ


মায়াবী সেই রাতের শেষে শিশির ভিজিয়েছিল পথ
কথা ছিল দেখা হবেই ফের ভাসিয়ে আবেগের রথ


অনেক চোখের জলে ভেসে, দূরের পথের ধুলো মেখে
এখানেই আবার এলাম, ভুল বুঝো না আমায় দেখে
তুমি বিহনে আমি হয়েছি তো মলিন