উত্তরে ননদীর ঘর, দক্ষিণে দেবর
ঘরের বাহির হইতে তাদের পড়ে নজর
অবলা, একেলা বধু, পরবাসী তুমি বর ।।


মেহেদির রং না মুছিতে আমারে ছাড়িয়া
টাকা রুজি করতে বিদেশ গিয়েছো চলিয়া
কোনো কিছুর অভাব হয় না,
ভালোবাসা ছাড়া তোর ।।


মোবাইল ফোনে মনের কথা যায় কি বলা খুলে
সন্তান তোমার ভালো আছে যায় রে রোজ স্কুলে
তোর অভাবের স্বভাব যায় না,
নাজিম ওরে দয়া কর ।।