একা নয় তুই, সঙ্গে দুইজন
মোটে তিনজন
ও মন, মোটে তিনজন
কই যাইতেছো
কি করতেছো
নোট হইতাছে, সারাক্ষণ
ও মন, মোটে তিনজন ।।


দিনে রাইতে চব্বিশ ঘণ্টা
দুই শিফটে কাজ করে দুইটা
দিলেও তুমি কইলজ্বা কাইটা
কাজের হয় না বিভাজন
ও মন, মোটে তিনজন ।।


রোজ কেয়ামত, বিচারের দিন
দেহের অধীন, নাজিম উদ্দিন
সর্বাঙ্গের সাক্ষ্য যে সেদিন
খোদারই আদেশ পালন
ও মন, মোটে তিনজন ।।