কয়জনে করেছো বিলি মানবতা ফেরি করে
কয়জনে করেছো বর্জন কথা বলা বেশি দরে
কে দিয়েছো হাত বাড়িয়ে
অন্য হাতের পাশ কাটিয়ে
কে নিয়েছো বুকে তুলে ভালোবাসা দিয়ে 'পরে
আমি ক্ষুদ্র অতি নগণ্য প্রাণ, সন্তুষ্টি কম ব্যবহারে ।।


কয়জনে গোপনে আড়াল থেকে
দুস্থ ,গরিব সাথে খুশি রেখে
কে দিয়েছো হাত বাড়িয়ে
অন্য হাতের পাশ কাটিয়ে
কে নিয়েছো বুকে তুলে ভালোবাসা দিয়ে 'পরে
আমি ক্ষুদ্র অতি নগণ্য প্রাণ, সন্তুষ্টি কম ব্যবহারে   ।।


প্রয়োজনে শুনিয়ে বিশেষ বাণী
লাভ হবে না খালি পেটে জানি
কে দিয়েছো হাত বাড়িয়ে
অন্য হাতের পাশ কাটিয়ে
কে নিয়েছো বুকে তুলে ভালোবাসা দিয়ে 'পরে
আমি ক্ষুদ্র অতি নগণ্য প্রাণ, সন্তুষ্টি কম ব্যবহারে  ।।