কুলে কালি দিলে গো সই কুলে কালি দিলে
ননীর বাঁটি দিয়া তারে কিবা তুমি পেলে ।।


সাঁতার না জানিয়া তুমি সই গো ঝাঁপ দিয়াছো জলে
আমিও তো তোমার মতো ক্যামনে আনি তুলে ।।


জোড়-মানিকের জোড়া ছিলো সই গো দেখেছি সকলে
বিচ্ছেদ হলো কেন বলো কিসের এমন ভুলে ।।


কার ছলনায় মন মানুষের সই গো চোখের বালি হলে
নিত্য জ্বালা মন উতলা নাজিম কেঁদে বলে ।।


04.04.2010