কিছুদিন দুরে থাকো, আত্মীয়-স্বজন
আবারও দেখা হবে
হাজারও কথা হবে
হাসি মনে ঘরে থেকো, হয়ে সচেতন ।।


না হোক দেখা, তবুও একা, ভালো থাকা চাই
পৃথিবী জানে, অবাক মনে, এক কোণে সবাই
কে আসে কেবা যায়
মৃত্যুই বেশি প্রায়
হারানোর শোক সভা, যেন বিশ্বায়ন ।।


এ কথা সত্য, বেড়ে দুরত্ব, আলাদা সবাই
বাঁচার জন্যে, পাগল হন্যে, ছুটে লাভ নাই
যা আছে ভাগ্যে তাই
পাবো যে আমরাই
খোদারই দরবারে, প্রার্থনা সারাক্ষণ ।।