যে বানায় সে বিক্রি করে, যে কিনে সে পরে না
যার গায়ে তা পরানো হয়, সে কখনো বুঝে না
কাফনেরও কাপড় সেতো
সাদা কাপড় তিনখানা ।।


ভোলা মন,
আরাম আয়েস, নিত্য খায়েশ বিনোদন রমরমা
ভালো বাড়ি, দামী গাড়ি রঙিন গায়েরই জামা
ভোগ বিলাসের আমলনামা
নির্ণয় কেউ করে না ।।


ভোলা মন,
কোরান-হাদিস, ঘন্টা চব্বিশ নিত্য বাণী একটানা
আচরণে, প্রমাণ করে স্বার্থে পাগল একমনা
নাজিম উদ্দিন কি বুঝো না
মরণ কভু ছাড়ে না ।।