মা-বাবা আপনাদের প্রতি অনুরোধ একটাই
দোষ, অপরাধ হলে
অবুঝ সন্তান বলে
অভিশাপ দিয়েন না, নাজিম উদ্দিন ক্ষমা চাই ।।


খোদার পরে তোমাদেরই কাছে বেশি ঋণী
তোমাদের কারনে দেখা হলো এই ধরণী
পেটের ভেতর দিছি লাথি
মনে হইছে বিশাল হাতি
যদিও তারপরও ভুলেন নাই
মাগো, যদিও তারপরও ভুলেন নাই
অভিশাপ দিয়েন না, নাজিম উদ্দিন ক্ষমা চাই ।।


ছোট্ট শিশু, বয়স্ক লোক হইনা বড় যতো
তোমাদেরই কাছে আছি ছোট্ট শিশুর মতো
কাজের পরও কাজ করে
ব্যস্ত থাকতে দিনে-রাত্রে
যদিও আফসোস করেন নাই
বাবা, যদিও আফসোস করেন নাই
অভিশাপ দিয়েন না, নাজিম উদ্দিন ক্ষমা চাই ।।



15/05/2020