পৃথিবীতে আসার সংবাদ
জানা যায়, প্রায় একটি বছর আগে
জন্মের সাথে মৃত্যু আছে
এ সংবাদে, কেন তাই খারাপ লাগে
জন্ম আছে, মৃত্যু আছে
জন্ম-মৃত্যু নিয়েই প্রাণীকূল
আইসা ভবে, ভাইবা তবে
চির সত্য মানতে করো ভুল ।।


পরিবারে, আত্মীয়স্বজনে
উল্লাস করে সুসংবাদে
ঘরে ঘরে মিষ্টি বিতরণে
উল্লাস করে মহানন্দে
জন্ম আছে, মৃত্যু আছে
জন্ম-মৃত্যু নিয়েই প্রাণীকূল
আইসা ভবে, ভাইবা তবে
চির সত্য মানতে করো ভুল ।।


কর্মে, ধর্ম বিরাজ করে, ভাগ্য পরিবর্তন
সৎ সঙ্গে স্বর্গ বাসে, আত্ম-সংশোধন ।।


ওপারে যাবার সময় হলে
আফসোস করে মাথা ঘুরে
উপচে পড়া লোকেরও ভীড়ে
আফসোস করে কেঁদে মরে
জন্ম আছে, মৃত্যু আছে
জন্ম-মৃত্যু নিয়েই প্রাণীকূল
আইসা ভবে, ভাইবা তবে
চির সত্য মানতে করো ভুল ।।