রোজ রোজ তোর খুঁজে
পথে পথে হেঁটে চলা
সুখ-দুখ তোর মাঝে
ইচ্ছে হলে যায় কি ভোলা
মন উৎসুক, আবেগী উতলা  ।।


জনতার ঢল, অজানা অঞ্চল
নির্জন উপকূল উদাসী পাগল
তোর সন্ধান পাবো পাবো করে
কেটে যায় কতো না বেলা
মন উৎসুক, আবেগী উতলা  ।।


সারাটি জীবন হৃদয় সম্বল
মনের বাগিচা তোর সুরভি কেবল
তোর সন্ধান পাবো পাবো করে
কেটে যায় কতো না বেলা
মন উৎসুক, আবেগী উতলা  ।।