নদীরে তোর জোয়ার-ভাটা
ভাঙ্গা-গড়ার খেলা
উথালপাতাল ঢেউয়ে মন
ভাঙে সারাবেলা ।।


নদীরে তোর দুঃখ ঘুচে
বর্ষা মৌসুমে
মনে চাপা দুঃখ আমার
বাড়ে ক্রমে ক্রমে
তোর সঙ্গী জল নদী
আমার একা চলা ।।


নদীরে তোর বক্ষ জুড়ে
নায়ের চলাচল
স্বাভাবিক নিয়ম আমার
মানতে আঁখিজল
তোর সঙ্গী জল নদী
আমার একা চলা ।।