নাচের পুতুল হয়ে নাচি
ভূবণ মঞ্চ মাতাই
আমি যেন নকশা করা
সীমাবদ্ধ বেড়াই ।।


মন আসমানে কত শত
রঙের ঘুড়ি উড়াই
আমি যেন মুখোশ পড়া
অভিশপ্ত সারাই ।।


আমায় নিয়ে আলোচনা
মন্তব্য ভুল করাই
আমি যেন সাক্ষী আমার
অবিচ্ছেদ্য বড়াই ।।


আকুতি মিনতি করি
ক্ষমা করো সবাই
আমি যেন শেষ বিচারে
যন্ত্রণা কম পাই ।।