গভীর রজনী ঘুমো ঘুমো আঁখি
ঘুম পালিয়ে বেড়ায়
মন তাড়না বাড়ায়
রাত আসলেই ঘুমের আশায় থাকি  ।।


ইচ্ছে করেই খোলা চোখ বন্ধ করি
শব্দ দূষণ হৃদ রোগে কান ভারী
খোলামেলা পরিবেশে চলছি ঠিকই
রাত আসলেই ঘুমের আশায় থাকি  ।।


অল্প ভুলেই লেখা কিছু গল্প মূলে
শ্রোতা বিমুখ চরিত্রটা ভুলে ভুলে
জানা শোনা পরিচিত খোলশে ঢাকি
রাত আসলেই ঘুমের আশায় থাকি  ।।