চাঁনদো মুখে চাইছিলাম
হাতে হাত ধরছিলাম
তোরে আপন করছিলাম
তোরে জীবন ভাবছিলাম
মায়ার বাঁধন চিহ্ন কইরা
প্রেম আগুনে জিন্দা পুইড়া
মরার আগে গেলি মাইরারে
ও বন্ধু, মরার আগে গেলি মাইরা ।।


দিন নাই,রজনী নাই ভাবনা অতি
জানিনা আমি বন্ধুর কি করলাম ক্ষতি
না পেলে তোর সম্মতি
অধিকার ছাড়লাম
মায়ার বাঁধন চিহ্ন কইরা
প্রেম আগুনে জিন্দা পুইড়া
মরার আগে গেলি মাইরারে
ও বন্ধু, মরার আগে গেলি মাইরা ।।


মরিলে বুঝিবে তোর পাষাণ ও হিয়া
কত ভালোবাসছিলাম অন্তর ও দিয়া
না জেনে তোর চাহিদা
মিছা ঘর বাঁধলাম
মায়ার বাঁধন চিহ্ন কইরা
প্রেম আগুনে জিন্দা পুইড়া
মরার আগে গেলি মাইরারে
ও বন্ধু, মরার আগে গেলি মাইরা ।।