এই স্বাধীনতা চায়নি দেশের ওদের কথায় কান পেতো নারে ভাই,
তাজা তাজা সেই জীবন হারিয়ে এই স্বাধীনতা আমরা সেকালে পাই।


কত আঘাতের করে নির্মম কত দুর্মর কত রক্তের ঝরা,
সেই স্বার্থেই জীবন ছিটিয়ে কত কত প্রাণে স্বাধীনতা দিছে ধরা।
ধ্রুবতারা হয়ে দূর আকাশের ওপারেই থেকে নেয় কি সুবিধা তাই?


মায়ের মমতা যার বুকে ছিল ভালোবেসে ডাকে মাকে
ভালো পায় শুধু সেই পরিবেশ জন্ম সুধায় থাকে।
নিজের শরীরে পরজীবী নিয়ে এমন কেউ কি চায়,
বড় কষ্টই বড় কষ্টের এই স্বাধীনতা এসেছিল বাংলায়।
চায়নি যারাই এই স্বাধীনতা তার অধিকার নাই।


মুক্তিযুদ্ধে যদি হয় কথা একদল লোক করে বিরোধীতা,
মানে না স্বাধীন পাকের পক্ষে এদের বংশ কার ছিল মিতা।
এতটা বছর পেরিয়ে গেলেও স্বাদেশ চিনে না ওরা,
ওদের বংশে নাইকি মায়ের জন্ম ঠিকানা জোড়া।
ওদের কথায় হারিয়ে যেওনা ভুলের পাতায় হাই।