এই দেশের মাটির আছে পলির জমা আশ
হাতের কাছে ফসল ফলে চাষায় করে চাষ
সার লাগে না মাটির কাছে ফসল ওঠা মুখে
এই মুখেটি এমন করে হানা দেয়েরে সুখে.....


খুব উদাসে মেতে যখন নবীন কচি চারা
সবুজ হলো একটু জলে বেড়ে মাতোয়ারা
নীল আকাশে মেঘ সাজিয়ে আছে আকাশ ঝুঁকে
ধানের চারা যুব সবুজ মাতে মাটির বুকে


ক্ষেতে ফসল হাতের কাছে সুবাস নিয়ে ভাসে
পুকুরে মাছ হাতের কাছে হাত বাড়ালে আসে
সাগর থেকে সচ্ছ জলে ঘরের কাছে ঘিরে
সবুজ শ্যামা সারাটা চোখ দেখেছি শুধু ফিরে
পাখ পাখালি সুরের তালে ঘুম ভাঙায় মুখে
প্রতিকূলেই জীবন পায় বাঁচে মাটির রুখে...