প্রাণের চেয়ে প্রিয় তুমি বন্ধু আমার,
হাজার বছর বেঁচে রবে প্রেম দুজনার।
একি প্রেমের বাঁধনে জড়িয়ে নিলে
একি সুখে আমার বুক ভরিয়ে দিলে।


ভালোবেসে এই মন মনেরই অজান্তে,
মিশে গেছে তোমারই মনেরই সীমান্তে।
কখনো আমায় তুমি যেওনা ভুলে
একি প্রেমের বাঁধনে জড়িয়ে নিলে,
একি সুখে আমার বুক ভরিয়ে দিলে।


প্রজাপতি চায় ফুল ফুলেরি বসন্ত,
তুমি ছাড়া এ আমার হবে মরন তো।
এ মালা আমার তুমি নিয়ো না খুলে,
একি প্রেমের বাঁধনে জড়িয়ে নিলে।
একি সুখে আমার বুক ভরিয়ে দিলে।


প্রাণের চেয়ে প্রিয় তুমি বন্ধু আমার,
হাজার বছর বেঁচে রবে প্রেম দুজনার।
একি প্রেমের বাঁধনে জড়িয়ে নিলে
একি সুখে আমার বুক ভরিয়ে দিলে।