পরের মাকে ভাবব আমি নিজের মা বলে
আপু বলে ডাকব আমি অন‍্যের বোন এলে।
অন‍্যের ভাইকে খাওয়াব আমি নিজে না খেয়ে
দিবা-নিশি কাটাব আমি মিলন গীত গেয়ে।


টাকা লাগলে টাকা দিব পাশের বাসার দুখে
অসুখ হলে সেবা করব নিত‍্য নিজের চোখে।
ফাসাদ হলে মিটিয়ে দিব প্রতিবেশির মাঝে
প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ব তাহাদেরই কাজে।


আমাদের দেশটারে গড়ব সবার মাঝে
ভালবাসার বন্ধনেতে অপরুপ সাজে।