=
নিয়তিরই চরম দেখা, দেখেছি জীবনে
কেউ দেখে নাই, কেউ দেখে নাই তারে
নিয়তিরই পরম বোঝা, টেনেছি জীবনে
কেউ টানে নাই, কেউ টানে নাই ভারে


ভালোবাসা ছাড়া জীবন চলে না কখনো
কেউ কী জানে, তার ভেতরের মর্ম?
আমি ছাড়া সবাই দেখি- ভালোবাসায় রপ্ত
কেউ কী জানে, তার বেদনার শর্ত?


নিয়তিরই উদাস নয়নে, জুড়েছি জীবনে
কেউ জুড়ে নাই, কেউ জুড়ে নাই স্বপ্নে
নিয়তিরই বিষাদ যাপন, যেপেছি জীবনে
কেউ যাপে নাই, কেউ যাপে নাই ভবে


ভালোবাসা ছাড়া জীবন চলে না কখনো
কেউ কী জানে, তার ভেতরের মর্ম?
আমি ছাড়া সবাই দেখি- ভালোবাসায় রপ্ত
কেউ কী জানে, তার বেদনার শর্ত?
=
ম. প্র. (২৯-১১-২০২১)
=