তুমি নেই কাছে বল কার সাথে
করি সাজের আলোর তুলনা ..
আমার আঁধার ঘরে শুধু দোলে..
তোমার স্মৃতির ঝুলনা ..


এই ভূবনের কত রঙ কত খেলাতে
অবুঝ এ মন পারি না তো আর মেলাতে..
তোমার সজল দুটি চোখ মনে করে..
আর কিছু দেখা হল না;
তুমি নেই কাছে বল কার সাথে
করি সাজের আলোর তুলনা


এই জীবনের যত সুর যত সূরভি
ক্ষণিক দোলায় হবে কি আবার গরবী..
প্রহর সাজাই অনুনয় অনুরাগে ..
মন বলে কেন এলো না;
তুমি নেই কাছে বল কার সাথে
করি সাজের আলোর তুলনা