কী ছিলো) আমার ভুল
হাত বাড়িয়ে/ দিলো না কেউ/ কোনো দিন
প্রেমের একটি/ গোলাপ ফুল।


সকাল/ বিকাল/ জল ঢেলেছি/ গাছে
আদর করে/ রেখেছি/ বুকের কাছে
এত শ্রমের/ পরেও কেন/ বারে বারে
ঝরে যায় মু/কুল।


ভালোবাসা এতই কি দামী
জীবনে তারে/ পাবো না আমি।


তার আশায়/ কেটে গেলো জী/বন
চোখের জলে/ ভাসে বিরহী/ এ মন
পায়ের তলে/ পিষে মাটিতে/ যাই মিশে
যেন এক) ঝরা বকুল।


১১-১০-২০১৭