শীরোনা = কালা বিড়াল


গীতিকার = মীর অন্তর


কালা বিড়াল পথ কেটেছে
পথের মাঝে কাটা
চাঁন্দু মামার  মাইয়ার হাতে
মুইড়া পিছা ঝাঁটা x২


ডাইনে বাঁয়ে ভিসন খড়া
অন্তরের বন্দরে
বোঝাবো কি করে রে তোর
পাগল ও-মনটারে x২


কালা বিড়াঁল পথ কেটেছে.
পথের মাঝে কাঁটা"
চাঁন্দু মামার  মাইয়ার হাঁতে.
মুইড়া পিছা ঝাঁটা।


ইলিশ মাছে যেমণ কাটা
খেজুর গাছে হাড়ি
কালা বিড়াল উঁকি মারে
চান্দু মামার বাড়ি x২


বিড়ালের ই মন্দ স্বভাব
হারির ই ভিতরে
বোঝাবো কি করে রে তোর
পাগল ও-মনটারে x২


বৃক্ষ তলে বসে করে
সাধু সাধনা
জলের তলে চাঁদের পিরিত
করে আরাধনা x২


পিরিত বিহীন ভিসন মরা
লাগে এ সংসারে
বোঝাবো কি করে রে তোর
পাগল ও-মনটারে x২


কালা বিড়াল পথ কেটেছে
পথের মাঝে কাটা
চাঁন্দু মামার মাইয়ার হাঁতে
মুইড়া পিছা ঝাঁটা।