এমন মুখর বরষে বধূ
         রহিব কেমনে নীরবে
তুমি আছ কোন সুদূরে
(হায়) আমি যে গো কাঁদি বিরহে ।


কাঁকনের তালে দুলে দুলে হিয়া হায়
কত যে গো কথা
গোপনে কহিয়া যায় ......( বধূ রে )


আজ তারে মন ছুঁয়েছিল যতবার
মুখখানি তব মরমে
গাঁথিয়া যায় ..... (বধূ )


সাধ জাগে সেই সুমধুর ক্ষণ
         যেন আসে ফিরে গো অাবার
অন্তরে তার মুরতি রচিব প্রিয়ে
         রাখিব যতনে গরবে । .....মুখর বরষে বধূ.................


প্রকৃতি -অাধুনিক
স্বরচিত ।