লোকে আমার নিন্দা করে রাধে মুরলে
তব প্রেমে আকুল হলাম যমুনার জলে।।  


     শুধায় লোকে মোরে এসে,
     মজলিরে কার বা প্রেমে।।
পুজারিতে মজেরে মন কুলমান খেলে।।    


      সদা আমার কৃষ্ণ মন
      রহে সাধের বৃন্দাবন।।
রাধার প্রেমে হয়ে পাগল সেথা মন চলে।।


        তব প্রেমে কাঙ্গাল হলাম,
        নিন্দার কাঁটা গায়ে নিলাম,
তব প্রেম মালা গেঁথে পড়েছি গলে।।    


     আসে কি প্রেম বলে-কয়ে
      হঠাৎ উদয় হয় মনে
প্রেম মানেনা ধর্ম জাতি সৈকত বলে।।