যদি কখনো তুমি যাও হারিয়ে সূদূর
আকাশের কোনো এক তারায়
যদি কখনো হয়ে যাও আড়াল তুমি
সে ভয় তাড়া করে বেড়ায় আমায়।


ঝড়ো হাওয়া এসেই যদি
উড়ে নিয়ে যায় কাঁচা ঘর,
যদি ডুবে  যায় পলকেই
যত্নে গড়া আশার বালুচর ।
মনের ভিতর সেই সঙ্কোচ প্রতিনিয়ত ভাবায়৷।


যদি  খাঁচা ধসে পড়ে অকালে
পাখি উড়ে যাও দূর বন
জেনো রেখো যদিও থাকি বেঁচে
এ যেন আমার মৃত্যুর আয়োজন।
নিরবে ঘন অন্ধকারে সেই ভাবনা আমাকে কাঁদায়।।