প্রেমবাজারে কে যাবি তোরা আয় গো আয়।
প্রেমের গুরু কল্পতরু প্রেমরসে মেতে রয়।।


প্রেমের রাজা মদনমোহন
নিহেতু প্রেম সাধনে ধরে
শ্যাম রাধার যুগল চরণ;
প্রেমের সহচরী হয় গোপীগণ
গোপীর দ্বারে বাঁধা হয়।।


অবিম্বু উথলিয়ে নীর
পুরুষ-প্রকৃতি হরে কার
দোহার প্রেমশৃঙ্গার;
প্রেমশৃঙ্গারে উভয় মেতে
শেষে লেনাদেনা হয়।।


নির্মল প্রেম করে সাধন
শম্ভুরসে করে স্থিতি
সামান্য রতি নিরূপণ;
সিরাজ সাঁই কয় শোন রে লালন
তাতে শ্যাম অঙ্গ গৌরাঙ্গ হয়।।