অবোধ মন রে তোর হলো না দিশে।
           এবার মানুষের করণ হবে কিসে৷৷


কোনদিন আসবে যমের চেলা
ভেঙে যাবে ভবের খেলা
সেদিন হিসাব দিতে বিষম জ্বালা
            ঘটবে শেষে৷৷


উজান-ভেটেন দুটি পথ
ভক্তি-মুক্তির করণ সেত
ওরে তাতে যায় না জরামৃত্যু
           যমের ঘর সে৷৷


যে পরশে পরশ হবি
সে করণ আর কবে করবি
দরবেশ সিরাজ সাঁই কয় লালন বলি
            ফাঁকে বসে৷৷