না হলে মন সরলা কি ধন মেলে কোথায় ঢুঁড়ে।
হাতে হাতে বেড়াও কেবল তওবা পড়ে।।


মুখে যে পড়ে কালাম, তাইরি সুনাম
হুজুর বাড়ে;
ও যার মন খাঁটি নয় বাঁধলে কী হয়
বনে কুঁড়ে।।


মক্কা মদিনা যাবি, ধাক্কা খাবি
মন না মুড়ে;
হাজি নাম পাড়ানোর লভ্য কেবল
জগৎ জুড়ে।।


মন যার হয়েছে খাঁটি, মুখে যদি
গলদ পড়ে;
তাতে খোদা নারাজ নয় রে
লালন ভেড়ে।।