কারে সুধাই আজ সে কথা
কি সাধনে পাবো তারে
যে আমার জীবনদাতা।।


শুনতে পাই পাপী-ধার্মিক সবে
ইল্লিন-সিজ্জিনে যাবে।
হেথায় জান সব কয়েদ রবে
তবে অটলপ্রাপ্তির কোন ক্ষমতা।।


ইল্লিন-সিজ্জিন দুঃখ-সুখের ঠাঁই
কোনখানে রেখেছেন গো সাঁই।
হেথা কেন সুখ দুঃখ পাই
কোথাকার ভোগ ভুগি কোথা।।


যদি যখনকার পাপ তখন ভুগি
শিশু কেন হয় গো রোগী।
লালন বলে বোঝ দেখি
কখন হয় শিশুর গুনাহ্ খাতা।।