দিনে দিনে হলো আমার দিন আখেরি।
আমি কোথায় ছিলাম কোথায় এলাম
তাইতো সদাই ভেবে মরি।।


বসত করি দিবা রাতে ষোলজন বোম্বেটের সাথে।
দেয় না যেতে সরল পথে আমায়
পদে পদে করে দাগাদারি।।


বাল্যকাল খেলায় গেলো যৌবনে কলঙ্ক হলো
বৃদ্ধকাল সামনে এলো মহাকাল হলো অধিকারী।।


যে আশাতে ভবে আশা
তাতে হোল ভগ্ন দশা।
লালন বলে হয় কী দশা
উজাইতে ভেটেনে প’ল তরী।।