আজব এক রসিক-নাগর ভাসছে রসে ।
হস্তপদ নাইকো রে তার বেগে ধায় সে ।।


সেই রসের সরোবর
তিলে তিলে হয় সাঁতার
উজান-ভেটেন কলকাঠি তার
ঘুরায় বসে ।।


ডুবলে রে দেল-দরিয়ায়
সে রসের নিলে সফল হয়
মানবজনম সফল হয়
তার পরশে ।।


তার বামে কুলকুন্ডলিনী
যোগমায়া যারে বলি
লালন কয় স্মরণ নিলি
যায় স্বদেশে ।।