আজ রোগ বাড়ালি শুধু কুপথ্যি করে ।
ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজ্যেরে ।।


মানিলে কবিরাজের বাক্য
তবে রোগ হত আরোগ্য
মধ্যে মধ্যে নিজে বিজ্ঞ
হয়ে গোল বাধালি রে ।।


অমৃত ঔষধ খালি
তাতে মুক্তি নাহি পেলি
লোভ-লালসে ঘুরে মলি
ধিক তোর লালসেরে ।।


লোভে পাপ পাপে মরণ
তা কি জান না রে মন
লালন বলে যা যা এখন
মর গা যা ঘোর বিমারে ।।