আগে পাত্র যোগ্য না করে যে জন সাধন করে।
সে তো প্রেমিক নই তারে কামী বলে
যেমন চকমকি পাথরে সদা অগ্নি ঝরে।।


হেতু ইচ্ছায় করে পিরিত, পায় না হিত তার তার হয় বিপরীত
যেমন গাভির ভান্ডে গোরোচোনা, গাভি তার মর্ম জানে না
ভক্ষণ ছিন্ন আদি করে নিরবধি
শুল্কবস্তু মিশে সদা বিন্দু ঝরে।।


জলন্ত অনলে যদি ঘৃত রাখে নিরবধি, তবে জানি সাধকের গতি
যেমন দুগ্ধতে কলস পুরি, লয়ে রাখে গঙ্গাবারি;
সে ক্ষুদ্র অপরাধী
তাই পড়ে প্রমাদে সুরোপর্শ্বে অপবিত্র করে।।


না হতে প্ররর্তের দিশা, আগে কর সিদ্ধির আশা
পুরায় না তার মনেরই আশা, যেমন অগ্নিতে পতঙ্গ পড়ে হল সেই দশা
ভাবুক জনা না শুনিল মানা
লালন বলে সে মাথা দিয়ে উল্টে পড়ে।।