বছর ঘুরে এল রে ভাই
রহমতের ওই পাক রমজান,
কুড়িয়ে নে সকলে আজ
জান্নাতের ওই ফুল অফুরান।


রোজার মাসে একটু ক্ষুধা
সহ্য করতে হোস না রাজি,
সারাবছর উপোস থেকে
রাখে যারা জীবন বাজি,
তাদের থেকে শিক্ষা নিতে
এসেছে ওই মাহে রমজান।


রোজা রেখে খাঁটি হয়ে
পুড়িয়ে নে দিলের অঙ্গার,
শেষ বিচারে পাবি রে তুই
চির কাঙ্ক্ষার খোদার দিদার।


আল্লার রাহে তোরা সকল
কর্ না একটু আয়েশ কুরবান।
ভুলে যাস না শরীর স্বাস্থ্য
সব দয়াময় আল্লারই দান।
নাজাতের ওই পসরা নিয়ে
এল আবার খুশির রমজান ।