তুমি ভালোবাসো বলে
ছোঁয় না আমায় কোনো ক্লেশে, 
তুমি ছোঁও যদি মোরে 
দিন চলে যায় মধু রেশে ।
তোমার চোখের জাদু
আমাকে রেখেছে ঘোর বশে, 
তোমা পানে চেয়ে চেয়ে 
দিবানিশী যায় চলে আবেশে। 
সোনালি আশারা সব 
ডানা মেলেছে তোমাকে ঘিরে, 
সুখ পাখিরাও চায় 
বাস করতে তোমার নীড়ে। 
মিনতি করি সজনী 
সুখে দুঃখে থেকো সদা পাশে, 
তোমাকেই ভালোবেসে 
জীবন চালাতে চাই আয়েশে।
