মরণের ডাক আসবে যেদিন দেহঘড়ি হয়ে যাবে অকেজো-অচল,
ঘুমের কোলেতে অঘোরে ঘুমাবো সাঙ্গ করে জীবনের কোলাহল।


আখেরি গোসল করাবে সেদিন গায়ে দিয়ে গরম বরইপাতাজল,
মাটির শয্যায় শায়িত করাবে নির্জনে একেলা বেত-ঝোপঝাড়তল!


বর্ষা-শীতে ভুলে মোরে ব্যস্ত রবে বন্ধু -প্রিয়জন,
চক্ষু মুদে দীর্ঘশ্বাসে শুনব শুধু বাতাসের শন-শন।
মায়ার ধরায় রয়বে সবই দখল আমার বাঁশের চটার খোপ,
ভালোবেসে কবরখানা জড়িয়ে রবে শেয়ালকাঁটার ঝোপ!


দিনেদিনে ফিকে হবে সব, শব হবে অমূল-কঙ্কাল!
সময় থাকতে চলতে হবে খোদার পথে ছাড়তে হবে ছল!!


(অসমপার্বিক অক্ষরবৃত্ত)