ঐশী জ্যোতিতে আলোকিত হোক
মানুষের বিশ্বাস  
খোলাফায়ে রাশেদার মত শাসন হোক
পৃথিবীর ইতিহাস


উঁচুনিচু ভেদ নাই
সাম্যের গান গাই
দুচোখ ভরে দেখতে চাই শুধু নির্মল আকাশ


নিজেকে বিলিয়ে যায় বাতি পুণ্য দহন-দানে
পাপরাশি পুড়ে ফুল ফুটুক প্রতি প্রাণে প্রাণে


মানবতার শীতল ঝরনাধারা
ধুয়ে যাক সব আঁধার কারা
বসন্ত বাতাসে মানুষ নিক বুক ভরে নিশ্বাস!