ডুবে আছি খোদার যত নিয়ামতে
হিসেব হবে তার রোজ কেয়ামতে,
বিপদে ভীষণ সে রয়েছে বিমূঢ়
দিন কেটেছে যার হেরা থেকে দূর।


খলিফা হয়েও সে চলে বন্ধুর
নিষেধ না মেনে যে ডুবে ছিল ভুর,
শেষ বিচার হবে বেদনা বিধূর
বেসুরো হবে সব কবিতার সুর ।


যদি গো ডানহাতে না থাকে আমল
অকেজো হবে সব চাতুরী আকল,
দুনিয়ার দম্ভ ভেঙে হবে চুর
নিক্ষিপ্ত হবে সে আস্তাকুড়।


শ্বাস থাকতে মন হও হুঁশিয়ার
করো পরকালের পাথেয় জোগাড় ,
পেতে স্থায়ী নিবাস স্বর্গ মধূর
প্রাণ জুড়াতে হলে দেখে খোদা-নুর ।