সোনার মানুষ
তোরা মানুষ হবি রে
তোরা মানুষ হবি রে
সত্য সুন্দর কথা বল
সত্য সুন্দর পথে চল।


ওরে সোনার মানুষ
তোরা হিংসা-বিদ্বেষ ভুলে
দলাদলি-গালাগালি ভুলে
শুধু ভালোবাসা দিলে
আপন করে বুকেতে ঠাঁই দিলে
তোরা মানুষ হবি রে
তোরা মানুষ হবি রে।


ওরে সোনার মানুষ
দেশকে ভালোবেসে
স্ব-জাতিকে ভালোবেসে
ধর্ম-বর্ণ নির্বিশেষে
থাকলে সবার পাশে
তুই মানুষ হবি রে
ওরে তুই মানুষ হবি রে।


সোনার মানুষ
ওরে সোনার মানুষ
চলরে সদা রেখে মান-হুস
স্বার্থের তরে হোস না বেহুস
সত্য পথে চলে
মিথ্যাকে বাদ দিলে
পরার্থে এগিয়ে গেলে
খুঁজে পাবি জীবনের সুখ
ঘুচে যাবে সবটুকু দুখ।


সোনার মানুষ
ওরে সোনার মানুষ
তোরা মানুষ হবি রে
তোরা মানুষ হবি রে।
০১.০৩.২০১৬