তুমি আছো তাই গান গেয়ে যাই
       সুর তুলি প্রাণ খুলে,
সাঁঝের বেলায়  রঙের খেলায়
        হৃদয় যাচ্ছে দুলে।।


আলোতে আলোতে ভরে উঠে দূর
        আকাশের নীল ছাওয়া,
তোমারই নামে বেজে উঠে বাঁশি
        রাখালের গান গাওয়া।
তোমার পরশে পারিজাত বনে
        ভরে উঠে ফলে-ফুলে।।


তুমি কি শুনেছো সাগর জলের
        কান্না মাখানো সুর?
চাঁদেরে হারায়ে কাঁদে দিবানিশি
        বেদনায় ভরপুর।


বরণ করেছি পরানের তলে
        বেঁধে রাখি সারাদিন,
তোমার পিরিতি শোধ করে দেয়
        জীবনের সব ঋণ।
কণ্ঠে জেগেছে গানের আরতি
        দিয়ে যাই সুদে-মূলে।।


৩০/০৮/২০১৭
মিরপুর, ঢাকা।