নয়নে নয়ন করেছি বপন, তোমারে নেবোই জিনি,
কবিতার গাঙে ভাসায়ে তরণি,
বাজাবো বাঁশরী সকরুণ সুরে,
আপনার করে তোমারে নেবোই চিনি।


জীবনে দেখেছি হাজার স্বপন,
তোমার হৃদয়ে করবো বপন,
তুমি তো জীবন, তুমিই মরণ!
তুমি যে আমার স্বর্গমানসী অমরার বিজয়িনী।।


জীবন ভাসাই প্লাবনের জলে,
খড়কুটো সম কোথা যাই ভেসে;
পানার মতন যাযাবর আমি,
ভেসে যাই সুদূর নিরুদ্দেশে।


বিষাদে ছেয়েছে নীল অম্বর,
বৃষ্টিধারায় কাঁদে ঝরঝর,
তোমাতেই আমি হবো গো অমর,
অলকানন্দে আসবে বাজিয়ে নূপুরের শিঞ্জিনী।


২২/০৯/২০১৭
মিরপুর, ঢাকা।